মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের পিলার থেকে পড়ে রাজগঞ্জের যুবক নিহত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
রাজগঞ্জের যুবক রবিউল ইসলাম(৪০)। (ফাইল ছবি)

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রবিউল ইসলাম(৪০) নামের এক রাজগঞ্জের যুবক মারা গেছে। নিহত রবিউল ইসলাম মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের লক্ষীকান্তপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সে প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তিনি ২ সন্তানের জনক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয় ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় পিলারের উপর থেকে পড়ে রবিউল ইসলামের মৃত্যু হয়।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষ করে রবিউল ইসলামের মরদেহ দেশে আনা হবে।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর