মার্চে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চে মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে ‘চেতনায় মুজিব, হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই আবৃত্তি উৎসবে খুলনা বিভাগের সকল জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশি দেশ ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টল, কবি পল্টু বাসার, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি দিলরুবা, আবৃত্তিকার শামীমা পারভীন রত্না, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, কবি সায়েম ফেরদৌস মিতুল, সংগীত শিল্পী কামরুল হাসান, কবি নিশিকান্ত বন্দোপাধ্যায়, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সভায় জানানো হয়, ৭ থেকে ১৭ মার্চ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন সুবিধামত সময়ে আয়োজন করা হবে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব। উৎসবে খুলনা বিভাগের সকল জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশি দেশ ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। সকলের সহযোগিতায় জেলা প্রশাসন আন্তর্জাতিক মানের আবৃত্তি উৎসব আয়োজন করতে চায়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স চেতনায় মুজিবমুজিব বর্ষমুজিব বর্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনসাতক্ষীরার মুজিব বর্ষ সংবাদটি ২৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান