মাদক পাচারকারীদের লক্ষ্য করে বিজিবি’র গুলিবর্ষণ, বিদেশী মদ ও ফেন্সিডিল জব্দ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে ৫১ বোতল বিদেশী মদ ও  ২৫২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এসময় ভারতীয় মাদক পাচারকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে বিজিবির সদস্যরা। তবে কোন পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের নটিজঙ্গল এলাকায় এঘটনা ঘটে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা সীমান্তের সীমানা পিলার ১২/৪ হতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান বিজিবি। এসময় ভারতীয় মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র প্রদর্শণ করে থাকে।  এসময় মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে ভারতে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান বিজিবির এই কর্মকর্তা।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স