মাগুরাঘোনায় হতদরিদ্র স্বামীর সহায় সম্বল নিয়ে পালিয়েছে স্ত্রী প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৩:০১:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): মাগুরাঘোনায় এক স্বামীর সারা জীবনের উপার্জনের সহায় সম্বল নিয়ে পালিয়েছে তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে। এসব কারণে হতদরিদ্র স্বামী ইতিপূর্বে নিরুপায় হয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরীও করেছিল। কিন্তু তারপরও শেষ রক্ষা হয় নি। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের খোকন দাসের পুত্র মেরুন দাস (৩০)এর সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামের অজিত দাসের কন্যা নমিতা রানী দাস (২৩)এর সাথে হিন্দু ধর্ম মতে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে তাদের জীবন বেশ সুখে শান্তিতে চলছিল। কিন্তু স্ত্রী তার পিতামাতার পরিবারের সদস্যদের প্রলোভনে পড়ে কোন কারণ ছাড়াই ইতেপূর্বে বেশ কয়েকবার তার পিত্রালয়ে চলে যায়। তারপরও সন্তানদের কথা চিন্তা করে মেরুন দাস তার পরিবারের সদস্যদের সহযোগীতায় অসংখ্যবার বুঝাইয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। সর্বশেষ গত ১মাস আগে তার স্ত্রী পিতার বাড়িতে চলে যায়। এরপর অনেক অনুনয় বিনয় করে গত ২ডিসেম্বর আবারও তাকে বাড়িতে আনা হয়। কিন্তু ৪ডিসেম্বর স্ত্রী নমিতা রানী দাস তার পিতার পরিবারের সদস্যদের যোজসাজসে পূর্বের ন্যায় এবারও বাড়িতে রাখা গরু বিক্রয়ের টাকা, স্বর্ণালংকার, তার ব্যবহারের সকল কাপড় চোপড় নিয়ে গভীর রাতে পালিয়ে যায়। সকালে খোঁজ খবর নিয়ে জানা যায় তিনি পিতার বাড়িতে চলে গেছেন। এঘটনায় হতদরিদ্র স্বামী সহায় সম্বল সহ সকল কিছু হারিয়ে বর্তমানে দ্বারে দ্বারে ঘুরছে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু