মাগুরাঘোনায় যুবলীগ নেতাকে গ্রেফতার করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ১২:৪৮:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান বাবুকে গ্রেফতার করায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভ মিছিলটি আঁঠারমাইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেহেদী হাসান রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার কবিরুল ইসলাম। বক্তব্য রাখেন শেখ আবু হাসান, মোজহার আলী বিশ্বাস, সুরঞ্জন ঘোষ, সম রোকনুজ্জামান মন্টু, শেখ রফিকুল ইসলাম, বিশ্বজিৎ মজুমদার, আব্দুল হালিম রাজু, আব্দুল হালিম সরদার, ইব্রাহিম হোসেন, কেএম মফিজুল ইসলাম, উদয় সরকার, আসাদুজ্জামান মিন্টু, মেহেদী হাসান শাহিন, আলামিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা