মাগুরাঘোনায় জমিজমা বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ | আপডেট: ৮:২৫:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোগ দখলীয় জমি থেকে মেহগনি গাছ, লেবু গাছ ও কলাবাগান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জমির মালিক বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ডুুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত শান্তিরাম দাসের পুত্র নিরঞ্জন দাস প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত মনোরঞ্জন দাসের পুত্র বিষ্ণুপদ দাস ও কৃষ্ণপদ দাসের সাথে তাদের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে কয়েকবার শালিসী মিমাংশা করা হয়েছে। কিন্তু বিবাদীরা কোন শালিসী সিদ্ধান্তকে কোন পরওয়ানা করেনি। এমতাবস্থায় গত ১৮/০৭/২০২০ইং তারিখে দুপুরের দিকে বিবাদীদ্বয় অজ্ঞাতনামা লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ভোগদখলীয় জমিতে অনাধিকার প্রবেশ করে ৯টি মেহগনী গাছ, ৯টি লেবু গাছ ও কলাবাগানসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কেটে ক্ষতি সাধন করেছে। যার ক্ষতির পরিমান আনুমানিক ১৫হাজার টাকা। এঘটনায় এভাবে অন্যের জমিতে অনাধিকার প্রবেশ করে গাছ কাটার কারণ জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হওয়াসহ জীবন নাশের হুমকী দেয়া হয়। এঘটনায় গত ১৯/০৭/২০২০ইং তারিখে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বুলবুল বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদটি ৫৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু