মহানবী(সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তালার জাতপুর বাজারে বিক্ষোভ মিছিল প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ সম্প্রতি ফ্রান্সে বিশ্বনবী, শ্রেষ্ঠনবী ও মহানবী হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তালার জাতপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার বিভিন্ন মসজিদ, ইসলামী সংগঠন সহ শতশত নবীপ্রেমী মুসাল্লি। শুক্রবার(৬ অক্টোবর) জুম্মা নামাজ এর পর তালার জাতপুর বাজার মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আশপাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বিশ্বাস বাড়ি জামে মসজিদের ইমাম মহসিন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা আল আমিন একাডেমীর সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জাতপুর বাজার জামে মসজিদের ইমাম কারী আফছার উদ্দীন, এজেডি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, গ্রাম ডাক্তার নজরুল ইসলাম, হাফেজ মনিরুজ্জামান, মোজাম্মেল হক, ওজিয়ার সরদার প্রমূখ। বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল(সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। ইসলামের অবমাননার জন্য বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ফ্রান্স সরকার ক্ষমা চাওয়া সহ সরকারীভাবে ফ্রান্সের পন্য বয়কট করার ঘোষনা করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া ফ্রান্স সরকার কর্তৃক ক্ষমা না চাইলে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদটি ৪৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত