মণিরামপুরে প্রবাসী পরিবারের রাস্তায় উঠার পথ বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে একটি মহল

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ৬, ২০২০ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, মে ৬, ২০২০

লিখিত অভিযোগে জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চা উত্তরপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী আব্দুল আলীর বাড়ি থেকে রাস্তায় উঠার যাতায়াতের একমাত্র পথটি প্রাচীর দিয়ে প্রায় তিন বছর ধরে অবরুদ্ধ করে রেখেছে গ্রামের কুচক্রী মহলের প্রধান মৃত আবুল দফাদারের ছেলে আলাল হোসেন, জালাল হোসেন ও একই গ্রামের মৃত আলতাফ দফাদারের ছেলে হাফিজুর রহমান।সম্প্রতি ওই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ওই প্রবাসি পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দিয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এঘটনায় তাদের নাম উল্লেখ করে গত (০৫/০৫/২০২০) মঙ্গলবার খড়িঞ্চী উত্তরপাড়া গ্রামের আব্দুল আলী ও একই গ্রামের নাজমা বেগম বাদী হয়ে থানায় পৃথক এ দুটি অভিযোগ দায়ের করেন।

সূত্রে জানা যায়, উপজেলার খড়িঞ্চী গ্রামের কুচক্রী মহলের প্রধান আলাল-জালাল ও হাফিজুর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ভূক্তভোগী এলাকাবাসী। তারা এলাকার প্রবাসী ও বিত্তশালী পরিবারকে কৌশলে নানা ফাঁদে ফেলে অবাধে চালাচ্ছে তাদের কার্যক্রম। তারা প্রভাবশালী হওয়ায় এবিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছে না ভূক্তভোগীরা।  বরং উল্টো নানাবিধ হুমকি ও হামলার শিকারসহ যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে হয়রানী করছে তাদের।
শরিকানা জমির যাতায়াতের রাস্তা বের করিয়া দেবে বলিয়া গত ১৫ সালের ডিসেম্বরের মাসে হাফিজুর রহমান ১লক্ষ টাকা দাবী করে আব্দুল আলীর কাছে। নিরুপায় হয়ে আব্দুল আলী জালালপুর ঈদগাহ মাঠে রফিকুল ইসলাম সহ তিন চার জনের উপস্থিততে ৪০হাজার টাকা প্রদান করিলেও বাকী টাকা না দেওয়ায় উক্ত যাতায়াতের রাস্তা বের করে না দিয়ে উল্টো ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে পথটি। এমনকি ভূক্তভোগী আব্দুল আলীর ছেলে নাজমুল হুসাইন ও শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করে প্রভাবশালী আলাল সহ তার বাহিনীরা। এছাড়া বসতবাড়ীর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার খড়িঞ্চী উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা খাতুনের সাথে তার ভাইদের মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। জানতে পেরে সেখানে হাজির হয় চক্রটির প্রধান আলাল ও জালাল।

তারা ওই পরিবারকে বাড়ী হতে বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে ভূক্তভোগী নাজমা বেগমের মেয়ে সোনিয়া খাতুন খাদিজা ও রিয়া খাতুনকে বেধড়ক মারপিট করে। এই চক্রটি ক্ষমতাধর প্রভাবশালী হওয়ায় এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে আব্দুল আলী ও নাজমা বেগম বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে ভূক্তভোগী আব্দুল আলী বলেন, অন্যায়ভাবে জোরপূর্বক আমার বাড়ি থেকে রাস্তায় উঠার একমাত্র পথটি জোর পূর্বক প্রাচির দিয়ে বন্ধ করে দিয়েছে ঐ চক্রটি। যার কারণে আমরা দীর্ঘদিন বাড়িতে অবরুদ্ধ হয়ে আছি। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে এবিষয় নিয়ে আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। স্থানীয়ভাবে মিমাংশার জন্য শালিশী বৈঠক বসেছে। কিন্তু কোথাও কোন সমাধান পাইনি। 

অপরদিকে নাজমা বেগম বলেন, আমি থানায় অভিযোগ করে ওই বাহিনীর হুমকির মুখে রয়েছি। এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে আলাল ও হাফিজুর বলেন, উক্ত অভিযোগটি ভিত্তিহীন।
এবিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল হক এর সঙ্গে ০১৭১১২৪৬৪৯৪ মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর