মণিরামপুরে ইউপি চেয়ারম্যান অসুস্থ্য: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র সুস্থ্যতা কামনা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

যশোর জেলার মণিরামপুর উপজেলা আওয়ামলীগের অন্যতম নেতা ও ভোজগাতী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গুরুত্বর অসূস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তার সূস্থ্যতার জন্য পরিবারের সদস্যদের দোয়া কামনা করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অসুস্থ্য ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের শারিরীক অবস্থার বিষয় জানতে চাইলে তার বড় ভাই আব্দুর রশিদ জানান, ১ সপ্তাহ ধরে তিনি সাধারণ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে আবার সূস্থ হয়ে গিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ সকাল ৬টার দিকে বুকে ব্যথা অনুভূত হয়। ব্যথা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার করে তার হার্টে ব্লক ধরা পড়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

আব্দুর রাজ্জাকের সূস্থ্যতা কামনা ও হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোজখবর নিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। এদিকে অসুস্থ্য ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সূস্থ্যতা কামনা করে মণিরামপুর বাসির কাছে দোয়া কামনা করেছেন তার বড় ভাই আব্দুল রশিদসহ পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর