ভোমরা স্থলবন্দর সড়কে সড়ক দূর্ঘটনায় আরো এক বন্দর শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা এলাকায় সড়ক দূর্ঘটানায় আরো এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বন্দর শ্রমিকের নাম শশ্মান কুমার সরকার (৪৫)। তিনি ভোমরা ইউনিয়নের নবাদকাটি গ্রামের দূর্গাচরণ সরকারের ছেলে। এনিয়ে, গত ২৪ ঘন্টার মধ্যে দুই বন্দর শ্রমিকের মৃত্যু হলো। এর আগে, বৃহস্পতিবার সকালে ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বন্দর শ্রমিক দুলাল সরকার। শশ্মাণ সরকারের বড় ভাই সন্তোষ সরকার বলেন, তিনি রাতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় জানতে পারেন, তার ভাই শশ্মান সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। এরপর দ্রুত ঘটনাস্থলেই গিয়ে তার দেখেন তার মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। তিনি আরো জানান, শুক্রবার বিকাল তিনটার সময় তার মরদেহ দাহ করা হয়েছে। সন্তোষ সরকারের ছেলে সন্দীপ সরকার ও দিলীপ সরকার জানান, তার কাকা ভোমরা বন্দরে শ্রমিকের কাজ করতেন। সড়ক দূর্ঘটনায় তার কাকা রাতে মারা গেছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় মৃত্যু সংবাদটি ২৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান