ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফের নারী সদস্যসের হারিয়ে হওয়া অস্ত্র উদ্ধার প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২২ | আপডেট: ৫:০৩:অপরাহ্ণ, মে ১৭, ২০২২ সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নারী সদস্যরের হারিয়ে যাওয়া একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক রানা সদর উপজেলার নারায়ানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। পেশায় দিনমজুর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার সীমান্তবর্তী আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে অস্ত্রসহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা তাকে আটক করে নিয়ে যায়। মঙ্গলবার (১৭ মে) বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল মাহমুদ অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এলাকায় আজ সকালে ঐ কিশোরের সন্দেহজনক চলাফেরা দেখে তাকে আটকে জিঙ্গাসাবাদ করলে সে জানায় তার কাছে একটি অস্ত্র আছে। সাতক্ষীরা পাটকেলঘাটা ও খুলনার ডুমুরিয়ার কয়েকজন যুবক পাচার করার জন্য তার কাছে এই অস্ত্রটি দিয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। তবে পুলিশ আশার আগেই বিজিবি সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে। তারা বলেন, কিছুদিন আগে ভারতের ঘোজাডঙ্গা বন্দর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি অস্ত্র খোয়া যায়। ঐ ঘটনায় মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। ধারণা করা হচ্ছে এটি সেই অস্ত্র। অত্যাধুনিক অস্ত্রটি উদ্ধারের জন্য বিএসএফ ভারতের ঘোজাডাঙ্গা ও বিজিবি সাতক্ষীরার ভোমরা সীমান্তে অভিযান পরিচালনা করে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল মাহমুদ অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তদন্ত চলছে,পরে বিস্তারিত জানানো হবে। এসজি/ডেক্স সংবাদটি ৪৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল