ভোমরা ইমিগ্রেশনে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ | আপডেট: ৫:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ প্রতিবেশী দেশ ভারতে নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিইমোন (এইচএমপিভি) ভাইরাস শনাক্ত হওয়ায় দেশের সীমান্ত বৈধ রুটের মধ্যে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আগাম সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। এ বিষয়ে পাসপোর্ট যাত্রীরা বলেছেন, ভারতের ওপারে কোনো পরীক্ষার উদ্যোগ নেয়া হয়নি। তবে বাংলাদেশে পরীক্ষা করিয়ে তারা সন্তুষ্ট। তবে স্থানীয়রা অনেকেই জানেন না এই এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ সম্পর্কে। তবে ভোমরা বন্দরে আমদানি পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের কোনো স্বাস্থ্য পরীক্ষা নেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলায় এখনো কোনো এইচএমপিভি ভাইরাসের রোগী সনাক্ত বা ধরা পড়েননি। সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা সদর হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ ভারতে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানুমো (এইচএমপিভি) ভাইরাস প্রাতিরোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য ক্যাম্প চালু করার পর ইমিগ্রেশনের মাধ্যমে ৪০৫ জন যাতায়াত করেছে। ওই সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও কোন এখনও পযন্ত এইচএমপিভি ভাইরাস আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। স্বাস্থ্য পরিদর্শক বলেন, ভারতে সম্প্রতি এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ওই ভাইরাসের আক্রমণ ক্ষমতা কোভিড-১৯ এর চেয়ে কম হলেও পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরে যাতায়াত বাধ্যতামূলক করা হয়েছে। সকল যাত্রীকে যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। সাতক্ষীরা জেলা স্বস্থ্য বিভাগ শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ইমিগ্রেশনের মাধ্যমে যাতায়াতকারি ৪০৫ জনকে পরীক্ষা করা হলেও কোন এইচএমপিভি ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তিনি আরও বলেন, যদি পাওয়া যায় তাহলে তাকে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে সকাল থেকেই স্বাস্থ্যকর্মীরা পাসপোট যাত্রীদের এইচএমপিভি ভাইরাসের লক্ষণ রয়েছে কিনা পরীক্ষা করছেন। তাদের তাপমাত্রা দেখা হচ্ছে। দেখা হচ্ছে জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা রয়েছে কিনা। তবে জেলায় এখনো কোনো এইচএমপিভি ভাইরাসের রোগী ধরা পড়েননি। এতে শিশু ও বয়স্ক মানুষ আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে উল্লেখ করে তিনি জানান, জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হবে। এদিকে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এড়াতে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের সঙ্গে ভোমরা বন্দরে আমদানি পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার দাবি সুশীল সমাজের। এসজি/ডেক্স সংবাদটি ৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত