ভূল তথ্য ফেসবুক আইডিতে প্রচার করার জন্য চুকনগর ছাত্রলীগ নেতা ক্ষমাপ্রার্থী প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ২, ২০২০ | আপডেট: ৭:৩৮:অপরাহ্ণ, মে ২, ২০২০ গত ২৯/০৪/২০২০ইং তারিখ রাত ১১.০১মিনিটে (ইংরেজীতে) মোঃ ইমরান হুসাইন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে “চুকনগরে করোনা রোগী সনাক্ত, গতকাল প্রশাসনিক তৎপরতায় রুগীকে খুলনায় নিয়ে গেছেন। রোগীর অবস্থা আশংঙ্কাজনক” শিরোনামে আংশিক ভূল তথ্যের ভিত্তিতে তিনি একটি পোষ্ট করেন। কিন্তু তথ্যটি সামান্য ভুল ছিল। তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন চুকনগর গ্রামের সরদার পাড়ার রিপন মোল্যা(৪০), পিতা-মুনতাজ মোল্যা করোনা রোগে আক্রান্ত। মূল বিষয় হল রিপন মোল্যা আসলেই করোনা আক্রান্ত রোগী। কিন্তু মোল্যার নিজ বাড়ি চুকনগর সরদার পাড়ায় হলেও তিনি দীর্ঘ ১৯বছর ধরে কেশবপুর উপজেলায় অবস্থান বা বসবাস করেন। সেটা বুঝতে পেরেই সাথে সাথে তিনি উক্ত পোষ্টটি ডিলেট করে দেন এবং ঐ একই তারিখে রাত ১১.১৯ মিনিটে ক্ষমা করবেন, ভুল তথ্যে বিভ্রান্ত না হই, চুকনগর না, কেশবপুরের বাসিন্দা করোনায় আক্রান্ত, তথ্যদাতা ভূল ছিল। আমরা আতংকিত না হই-সর্তকতা অবলম্বন করি লিখে তিনি উক্ত পোষ্টটি ডিলেট করে আরেকটি পোষ্ট করেন। ভুল বশতঃ তার একটি ছোট সীমিত সময়ের পোষ্টে কেউ যদি আতংকিত বা বিভ্রান্তিতে পড়ে থাকেন তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু