ভারতে পাচারের সময় বৈকারী সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০ ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র টহল কমান্ডার সুবেদার অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৭/৪৯নং পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী নামক স্থানে অভিযান চালিয়ে এক কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটর সাইকেলসহ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে সাব্বির হোসেনকে আটক করে। তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। যার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। এছাড়া আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। এসজি/ডেক্স সংবাদটি ৩৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান