ভাগ্য বদল প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ১:২২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯ ভাগ্য বদল ……………শ্যামল বণিক অঞ্জন…………… আজকে তোমার সব হয়েছে নিজের মনের মতো, কিনায় কানায় পরিপূর্ণ স্বপ্ন ছিলো যতো ! ভুলে গেছো অতীতটাকে হয়ে স্বার্থপর, দু:সময়ের বন্ধুদেরও রাখোনা খবর ! জুটতো নাতো আহার তোমার থাকতে অনাহারে, যা পেয়েছো তাই খেয়েছো ঘুরে লোকের দ্বারে ! সারা বছর একটি জামা পাওনি ক’দিন আগে সেই তোমারই ভাগ্য বদল ভীষণ অবাক লাগে ! ঘর পেয়েছো,বর পেয়েছো সাথে অঢেল টাকা, দামী শাড়ী অলঙ্কারে সর্বাঙ্গ ঢাকা ! প্রাসাদসম অট্টালিকায় আজযে তোমার বাস, পালঙ্কে যাও নিদ্রা তুমি সুখটা তোমার দাস ! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি:শ্যামল বণিক অঞ্জনকবিতা ভাগ্য বদলভাগ্য বদল সংবাদটি ৮৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?