বুধহাটায় ঘরজামাই না থাকায় নিরিহ স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

আশাশুনি উপজেলার বুধহাটায় ঘর জামাই থাকতে রাজী না হওয়ায় স্ত্রী কর্তৃক স্বামী ও অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেন লিখিত ভাবে জানিয়েছেন, পদ্ম বেউলা গ্রামের মৃত আঃ আজিজের পুত্র গিয়াস উদ্দিন, বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে কর্মরত। ২০১২ সালে তিনি একই গ্রামের সোনিয়া খাতুনের সাথে পারিবারিক ভাবে বিবাহ করেন। তাদের ৫ বছরের কন্যা সন্তান আছে।

বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি থেকে তাকে ঘরজামাই থাকার চাপ দেয়া হচ্ছিল। কিন্তু তারা রাজী না হওয়ায় ২০০৯ সালে মার্চ মাসে স্ত্রী সন্তান নিয়ে পিত্রালয়ে চলে যায়। এনিয়ে মেম্বার আলতাফ হোসেন দু’বার উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিজে মিমাংসার চেষ্টা করেন কিন্তু গিয়াস উদ্দিনের শ্বশুর শ্বাশুড়ির একগুয়েমীর কারনে সম্ভব হয়নি।

ঘর জামাই থাকার স্বর্ত মেনে না নেওয়ায় স্ত্রী কর্তৃক স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আসামীদের একজন হাই স্কুলের দপ্তরী, একজন পুলিশ বাহিনীতে কর্মরত।

যারা ঘটনার সাথে সম্পৃক্ত নয় উল্লেখ করে এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে চিরাচরিত নিয়মানুযায়ী স্বামীর সংসারে সুখে শান্তিতে বসবাসের ব্যবস্থা করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স