বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের আমতলা মোড় থেকে এ বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিকদল সাধারন সম্পাদক আকব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কৃষকদল সদস্য সচিব শাহিনুর রহমান, প্রমুখ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় পৃথক পৃথক র্যালী নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা এ সময়, অবিলম্বে জনগণের ভোটাধিকার হরন, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান। এসজি/ডেক্স সংবাদটি ৪৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক