বাগেরহাট-৩ সাংসদ হাবিবুন নাহার করোনা আক্রান্ত: দোয়া প্রার্থনা প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ | আপডেট: ১২:১১:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ বাগেরহাট-৩ সাংসদ হাবিবুন নাহার। মোংলা-রামপালের মানুষের প্রাণ মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি করোনা পজেটিভ। এ খবর নিশ্চিত করেছেন স্থানীয় আওয়ামীলীগের হেভিওয়েট নেতারা, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মীনি দির্ঘ্য রাজনৈতিক জীবনে প্রকাশ্যে অন্তরালে নানা ভাবে স্থানীয় গন মানুষের পাশে থেকে সেবা করেছেন। করোনা চলাকালিন ও তিনি স্থানীয় সকল ধর্মিয় ও সামাজিক কাজে অংশ গ্রহন করেছেন। করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে আজ পর্যন্ত নিজ মন্ত্রণালয় ও নিজ এলাকায় উপস্থিত থেকে সাধারন মানুষের সেবা করেছেন। নিজে উপস্থিত থেকে ও স্থানীন নেতা কর্মিদের মাধ্যমে দরিদ্র মানুষের দ্বারে দ্বারে খাবার পৌছে দিয়েছের সাধারন মানুষের আশ্রস্থল ও স্থানীয়দের পরম মমতাময়ী মা জননী দৃষ্টিতে দেখা এম পির দ্রত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেছেন স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ। সংবাদটি ৩২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে