বাগেরহাটের মোড়েলগঞ্জের কুড়িয়ে পাওয়া নবজাতককে বেবি হোম কেয়ারে প্রেরণ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৯:৫৩:অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া নবজাতক শিশু (পুত্র) সন্তানটিকে বেবি হোম কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।খুলনা ছোট মনি নিবাসে (বেবি হোম) লালন পালনের জন্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত প্রায় পক্ষকাল ব্যাপি স্থানীয় একটি  হাসপাতালে এক প্রসূতি মায়ের কোলে লালন পালনের পরে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্তাবধনে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়। উপজেলা শিশু কল্যান বোর্ড শিশুটিকে বেবি হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয় হয় ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির তিনি বলেন, প্রশাসনিক প্রচেষ্টা ও তৎপরতার  শিশুটির মা-বাবার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই তাকে  রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গন্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে লালন পালনের জন্যে।ইতমধ্যে কুড়িয়ে পাওয়া অবিভাবক হীন শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে বলেও জানা গেছে। আগামি ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ কর্মকর্তা জানান।

 

উল্লেখ্য গত ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বসতঘর সংলগ্ন সুপারি বাগনে পরিত্যক্ত অবস্থায় সদ্যজাত এ শিশুটির কান্না শুনতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত খবর ছাপা হয়।প্রশাসন কোন অবস্থায় এর অবিভাবক কে সনাক্ত করতে সক্ষম হয়নি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা