প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মোংলার কলেজ ছাত্রীকে রামপালে হত্যার চেষ্টা প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ১১:১১:পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ বিউটি রায় (১৯) বাগেরহাটের রামপালে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মোংলার বাসীন্দা কলেজ ছাত্রীকে বখাটে কর্তৃক ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানাগেছে, মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের নিহার রায়ের অনার্স পড়ুয়া কন্যা বিউটি রায় (১৯) কে রামপাল উপজেলার হুড়কা গ্রামের প্রফুল্ল সরকার ছোটন এর পুত্র বখাটে দূর্জয় সরকার দুই বছর ধরে বিভিন্নভাবে বিরক্ত করা সহ কূপ্রস্তাব দিয়ে আসছিল। এতে বিউটি কোন প্রকার সাড়া না দেওয়ায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত শারদীয় দূর্গোৎসবের সময় বিউটি তার নানা বাড়ি বেড়াতে যায়। কলেজ বন্ধ থাকায় সে তার নানা বাড়িতে আবস্থান করছিল। খবর পেয়ে ওই বখাটে অজ্ঞাত কয়েকজনকে সাথে নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে এতে ব্যার্থ হলে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। আসামি ধরার জোর চেষ্টা চলছে।এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সংবাদটি ৩২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে