প্রেক্ষাপট-৬ প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ১১:১১:অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯ প্রেক্ষাপট-৬ …….শ্যামল বণিক অঞ্জন……. কারো ঘরে ভাঙা চালা কেউ থাকে উঁচুতলা, কেউ করে ছলাকলা কেউ পায় কাঁচকলা, মানবতা গাছতলা । কারো মিছে ফাটে গলা কারো কান ঝালাপালা, শূন্য কারো থালা, বিবেকের ঘরে তালা । সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি:শ্যামল বণিক অঞ্জনকবিতা প্রেক্ষাপট-৬প্রেক্ষাপট-৬ সংবাদটি ২৬১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?