প্রার্থনা প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯ | আপডেট: ১২:৫৬:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯ প্রার্থনা …………শ্যামল বণিক অঞ্জন………… চাইনা গো ধন অমূল্য রতন প্রভু তোমার দ্বারে, আমার ভিতর জাগিয়ে তোল ঘুমের মানুষটারে। আমায় তুমি দাওগো দীশা ন্যায়ের পথে চলার দিও সাহস বুকে আমার সদা সত্য বলার। দৃষ্টি আমার মিষ্টি করো শুদ্ধ করো মন, অসৎ থেকে দূরে আমায় রেখো আজীবন। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা প্রার্থনাপ্রার্থনা সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?