প্রতাপনগরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ প্রতাপনগরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করছেন ইউএনও মীর আলিফ রেজা। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের কাজ ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজ পরিদর্শন করেন। সরকারের আর্থিক সহায়তায় প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের অধীন কাজ চলছে। এসব কাজের অগ্রগতি, কাজের মান ও অবস্থা সম্পর্কে খোজ নিতে কাজগুলো সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা নির্বাহী অফিসার কাবিখা প্রকল্পের প্রি ওয়ার্ক, এলজিএসপি প্রকল্পের কাজ ও নাকনা আশ্রয়কেন্দ্র কমিউনিটি সেন্টার এর কাজ পরিদর্শন করেন। কাজের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। কাজের অগ্রগতি ও অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ তার সাথে ছিলেন। সংবাদটি ৪২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১