পুড়ে মরার ভয় প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ | আপডেট: ৪:৩৩:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ পুড়ে মরার ভয় …….শ্যামল বণিক অঞ্জন……. দুচোখ জুড়ে লোভের অনল হৃদয় ভরা কাম, সেই অনলে জ্বলছে নারী পুড়ছে অবিরাম! নেইতো কোথাও নিরাপত্তা শঙ্কা সারাক্ষণ, কে যে কোথায় হবে শিকার দুরু দুরু মন! বিদ্যাপিঠেও শিকারীরা ঘাপটি মেরে রয়, জ্ঞানের আলো জ্বালতে এসেও পুড়ে মরার ভয়! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবিতাপুড়ে মরার ভয়শ্যামল বণিক অঞ্জন সংবাদটি ২৭৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?