পুলিশের সহযোগিতায় ভারসাম্যহীন মহিলা ফিরে পেলো তার পরিবার প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় মোছাঃ আমিরুন নেছা নামের ভারসাম্যহীন এক নারী ফিরে পেলো তার পরিবার। সে নড়াইল জেলার বালাইডাঙ্গা গ্রামের মৃত মোমিন লস্কর এর স্ত্রী। সূত্রটি জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ভারসাম্যহীন ঐ নারী থানার ধানদিয়া গ্রামে ও বাজারঘাটে ঘোরাফেরা করার সময় স্থানীয় গ্রাম পুলিশ জান্নাতুল ফেরদাউস থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ভারসাম্যহীন ওই নারীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তার ছেলে মোঃ আসিকুর লস্কর(৩৫) কে সংবাদ দিয়ে তাঁকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভারসাম্যহীন মহিলাটিকে তাঁর ছেলের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ১৬৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু