সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৩ প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক জন মাদক ব্যবসায়ীসহ ৩৩ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ১২৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৬ জন,কালিগজ্ঞ থানা থেকে ৮ জন,শ্যামনগর থানা থেকে ১ জন,আশাশুনি থানা থেকে ৩ জন,দেবহাটা থানা থেকে ১ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ৩৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা বাংলাদেশ পুলিশের অভিয়ানমাদকদ্রব্য আটক সংবাদটি ৩০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ