পাটকেলঘাটা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ | আপডেট: ২:৩০:অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): স্থানীয় বিত্তবান ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের পশ্চিমপাড়া গ্রামে প্রায় শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় পাটকেলঘাটা সমাজ কল্যাণ পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রব পলাশ উপস্থিত থেকে এ সামগ্রী বিতরন করেন। এছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে পরিষদের স্থানীয় সদস্যরা অসহায় পরিবারের কাছে এ সামগ্রী পৌছে দেন। এ সময় পরিষদের সদস্যদের ভিতর উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হালিম, শাহ আলম, ফরিদ হাসান জুয়েল, মুনীরুজ্জামান, ইকবাল হাসান প্রমুখ। বিতরন কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্য পেশ করেন এবং বলেন খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি আমরা সরুলিয়া ইউনিয়ন এর প্রত্যেক মসজিদে এবং গুরুত্বপূর্ণস্থানে সাবান, জীবানুনাশক স্প্রে খুব দ্রুত পৌছে দেব। ইনশাআল্লাহ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স পাটকেলঘাটা সমাজ কল্যাণ পরিষদ সংবাদটি ৩৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু