পাটকেলঘাটা রানি ব্রিকস কে ৪০হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ | আপডেট: ৬:৪৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটায় রানি ব্রিকসকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি ) দুপুর ২টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট দেওয়ান আকরামুল হক নিজে উপস্থিত হয়ে এ জরিমানা প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্টেট দেওয়ান আকরামুল হক জানান, সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় রানি ব্রিকসে এসে তাদের সকল অনুমোদনের কাগজ পত্র চাওয়া হয়। এসময় তারা তারা ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের কাগজ পত্র দেখাতে ব্যার্থ হয়। এজন্য তাদেরকে ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রন আইনের ৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স রানি ব্রিকসকে জরিমানা সংবাদটি ২৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু