পাটকেলঘাটা ডিগ্রি কলেজে মুজিব বর্ষ এর ক্ষণগণনা উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি:
পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা বা কাউন্টডাউন এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও রাসেল স্মৃতি ল্যাবে প্রজেক্টারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর স্বচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির আহমেদ শাহ র‌্যালিটির নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো: মহাসিন আলী, কলেজের অধ্যাপক আ: মালেক শেখ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আ: গফফার, অধ্যাপক সরদার নুরুল, অধ্যাপক রহিমা খাতুন সহ অধ্যাপক বিপ্লব ভদ্র, অধ্যাপক আহলাদ চন্দ্র ঘোষ, রফিকুর রহমান, মুনিবুর রহমান, সেলিনা আনজুম, নাজমুল হক ও কলেজের শিক্ষক, কর্মচারীবৃন্দ।

সুন্দরবনটাইমস.কম/নাজমুল হক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক