পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তার বিদায়, নবাগতকে বরণ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১, ২০২১ | আপডেট: ৪:৪৬:অপরাহ্ণ, মে ১, ২০২১
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় ও নবাগতকে বরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। কর্মকর্তা রবিউল ইসলামের বিদায় ও নবাগত কর্মকর্তা আবুল হাসান কে বরণ করে নেওয়া হয়।
 
মিল মালিক সমিতির আয়োজনে ১লা মে শনিবার সকাল ১১ টায় গুদামের প্রাকৃতিক পরিবেশের ক্যাম্পাসে তালা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রনজুর সভাপতিত্ব ও গুদামের সহকারী পরিদর্শক মিকাইল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল কুমার রায়।
 
এ সময় উপস্থিত থেকে স্মৃতিচারণ সহ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সহ সভাপতি খুলনা বিভাগীয় শাখার মনিরুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামন সোহাগ, এ গুদামের সাবেক কর্মকর্তা সংগঠনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, ঝিকরগাছা খাদ্য গুদাম কর্মকর্তা প্রমোদ কুমার পাল, শ্যামনগর উপজেলার নকীপুর খাদ্য কর্মকর্তা স্বপন কুমার রায়, মিল মালিক সমিতির প্রণয় পাল, ইবাদুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বিশিষ্ট ব্যবসায়ী সরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, শ্রমিক নেতা হরিপদ দাস।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা