পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৩:০৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় চম্পারানী মন্ডল (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চম্পারানী মন্ডল পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের স্ত্রী। স্থানীয়রা জানান, চম্পারানী সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় রাস্তা পাওয়ার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ২৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু