পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ | আপডেট: ৮:৩০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ সাতক্ষীরা- খুলনা মহাসড়কে সেনাবাহিনীর গাড়ীর ধাক্কায় আতিয়ার মোড়ল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আব্দুল মাজিদ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সবজি চারা ব্যাবসায়ী ছিলেন । রবিবার(১৯ ডিসেম্বর) বেলা ২ টার দিকে মহাসড়কের সুভাষিনী নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতের ভাগ্নে ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী আঙ্গুর জানায়, মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে সবজি চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আজ দুপুরে বাড়ি থেকে পেঁয়াজের চারা বিক্রির জন্য আঠারোমাইল বাজারে সাইকেল যোগে যাচ্ছিলেন । পথিমধ্যে সুভাষিনী বাজারে আসলে বিপরীত দিক থেকে আসা যশোর সেনাবাহিনীর একটি গাড়ীর সাথে ধাক্কার লাগে তার। এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, সেনাবাহিনীর লোকজন তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ দিবে বলে জানিয়েছেন । তালা থানা পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর পাঠানো হয়েছিল। এখন ঘটনাস্থলে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তরা এসেছে তারা বিষয়টি দেখছেন। সংবাদটি ১২০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু