পাটকেলঘাটায় সরাসরি কৃষকের কাছ থেকে সব্জি কিনছে সেনাবাহিনী প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ৫, ২০২০ | আপডেট: ৩:৫৪:অপরাহ্ণ, মে ৫, ২০২০ সাতক্ষীরায় অনুকূল আবহাওয়ায় এবার প্রচুর সব্জি উৎপাদন হলেও করোনার কারণে সব্জি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকের এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। কৃষকদের আর্থিক ক্ষতি লাঘব করতে সরাসরি মাঠ থেকে সব্জি কিনছেন যশোর সেনানিবাস। মঙ্গলবার(৫মে) সকালে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কয়েকজন কৃষকের কাছ থেকে তারা প্রায় ৫মণ সব্জি ক্রয় করেন। কৃষকদের এই দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, যশোরে সেনানিবাসের জন্য প্রচুর পরিমাণ সব্জির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে সব্জি কিনে সেই চাহিদা মেটানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকা থেকে এক মাস সব্জি কেনার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও জানান, কৃষকরা যাতে ন্যায্য দাম বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলত সেই জন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ। কৃষকবাংলাদেশ সেনাবাহিনীসেনাবাহিনীর সব্জি ক্রয় সংবাদটি ৪৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু