পাটকেলঘাটায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ | আপডেট: ১০:৪২:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় মাসব্যাপী শোকদিবসের অংশ হিসাবে বৃহস্পতিবার(২৯ আগষ্ট) সন্ধ্যায় পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড় শহীদ আলাউদ্দীন চত্বরে আলোচনা সভা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি এড. শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকীগের সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, প্রভাষক আসাদুল হক, দেবজিত মিত্র, প্রধান শিক্ষক বাবলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, মাহবুব হোসেন মিন্টু, মিনহাজ্ব মুনমুন প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/আবু হোসেন/পাটকেলঘাটা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা সংবাদটি ২৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু