পাটকেলঘাটায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বৃদ্ধার মৃত্য: উপজেলা প্রশাসনের সহায়তা প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ | আপডেট: ১:৪২:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকূপী গ্রামের আইজান বিবি (৬৫) নামের এক বয়ো:বৃদ্ধার বৈদ্যুতিক তারে জড়িয়ে করুণ মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার(১৯ আগষ্ট) দুপুর ২ টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ গ্রামের মৃত জনাব আলী সরদারের স্ত্রী আইজান বিবি প্রতিদিনের ন্যায় বাগানে খড়-কুটা কুড়াতে গিয়েছিল। বাগানের একপ্রান্তে জনৈক ব্যক্তির মুরগীর খামারের বৈদ্যুতিক তার বৃষ্টিপাতের কারণে ঝুলে যাওয়ায় অসাবধানতাবশত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় দরিদ্র মহিলার দাফন-কাফনের সুব্যবস্থা করেছেন। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা পাটকেলঘাটায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বৃদ্ধার মৃত্য সংবাদটি ২৬৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ