পাটকেলঘাটায় প্রয়াত ডাক্তার প্রতাপ ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৯:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সস্মিলন পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট্য হোমিও চিকিৎসক ডাক্তার প্রতাপ ঘোষের একাদশ স্মরণ সভা রবিবার(২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্রসঙ্গীত সস্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশীষ কুমারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের নবগঠিত কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোকনাথ নাসিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল, সাবেক সভাপতি অধ্যাপক আসাদুল হক, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি অধ্যাপক নাজমুল হক, কৃষক নেতা আদিত্য মল্লিক, জাসদ নেতা জাকির হোসেন, কবি ও সাহিত্যিক তপন পাল, সদস্য বিধান চন্দ্র দাশ ও মোহন সাধু প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু