পাটকেলঘাটায় তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ | আপডেট: ৭:১৫:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (২৭জুলাই) সকালে দলটির নিজস্ব কার্যলয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় । উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শেখ শাহিদুজ্জামান পাইলট, উপজেলা সৈনিকলীগের আহবায়ক শেখ টিপু সুলতান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মাসুদ-আল-কবির রাজন, সাতক্ষীরা সদর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, উপজেলা আওয়ামীলীগ নেতা দেবাশিষ মুখার্জী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন তারপর বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে মাল্যদান ও সবশেষে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ সময় সেখানে উপস্থিত ছিল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনটির একাধিক নেতৃবৃন্দ। সংবাদটি ৪৮৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু