পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-২ প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০২০ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, মে ৭, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মটর সাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল থানার তৈলকুপি গ্রামের রাজু হোসেনের পুত্র সবুজ হোসেন (২০) অপরজন যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আবুল খানের পুত্র মোঃ রাসেল খান (২৪)। পুলিশ সুত্রে জানাযায়, বুধবার (৭মে) বিশেষ অভিযান চালিয়ে এস আই জয় বালা ও তার সঙ্গীয় ফোর্সের সহয়তায় তাদেরকে গ্রেফতার করা হয় । এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলটি জব্দ করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা(নং-৮) রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামীদের জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে। পরিশেষে তিনি জানান, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে । পাটকেলঘাটা থানা পুলিশ সংবাদটি ২২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু