পাটকেলঘাটায় কোভিড-১৯ আক্রান্ত এক নারীর মৃত্যু প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ | আপডেট: ১২:৫১:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্না রানী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা কুমিরা গ্রামের লাবন্য কুমার রায়ের স্ত্রী। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত (১৩ আগস্ট) জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন পাটকেলঘাটা এলাকার আন্না রানী । আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গেলো সন্ধ্যা সাড়ে ৭ টায় মারা যান। মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, কোভিড আক্রান্ত হয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছেন মোট ২৭ জন। করোনা ভাইরাসকরোনা ভাইরাসে মৃত্যু সংবাদটি ১০২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু