পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ | আপডেট: ১০:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং পাটকেলঘাটা বাজার কেন্দ্র শুভ উদ্বোধন হয়েছে। আজ(28 এপ্রিল) বিকাল ৫ টায় পাঁচরাস্তা মোড়স্থ আবেদ আলী মার্কেটের দ্বিতীয় তলার নিজস্ব কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অফিসার আবু হোরায়রা মোহাম্মাদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা শাখার এফএভিপি এন্ড ম্যানেজার অপারেশন্স ছবিউল ইসলাম খান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ খুলনা জোনের মাকসুদুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাটকেলঘাটা বাজার এজেন্ট জামান এন্টার প্রাইজের আশরাফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান সহ পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী ও সুধীজন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা থানা মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আব্দুল্লাহ। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নতুন কেন্দ্র উদ্বোধনইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডবাংলাদেশ ব্যাংক সংবাদটি ৫৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ১৩০কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় আইটি সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী পলক সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত