পাটকেলঘাটায় ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যার্শী ৭ প্রার্থীর আবেদনপত্র জমা প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ | আপডেট: ৩:৩৮:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্য রাখছেন মো: মতিয়ার রহমান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় ৭ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত জমা দেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, মোঃ মতিয়ার রহমান (সভাপতি, ৩নং সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউপি চেয়ারম্যান, ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ), বিশ্বাস আতিয়ার রহমান (সাধারণ সম্পাদক, ৩নং সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ), বিশ্বাস জাহাঙ্গীর আলম (উপদেষ্টা, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ), ইন্দ্রজিৎ কুমার সাধু (সদস্য সচিব, তালা উপজেলা কৃষকলীগ), আব্দুর রব পলাশ (আহবায়ক, পাটকেলঘাটা থানা শ্রমিকলীগ), মোঃ মশিউর আলম সুমন (সাধারণ সম্পাদক, তালা উপজেলা ছাত্রলীগ), সুজল নন্দী (কার্যকরী সদস্য, তালা উপজেলা আওয়ামীলীগ)। সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত প্রার্থীদের নাম রেজুলেশনেরর মাধ্যমে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. শেখ আব্দুস সামাদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কার্তিক চন্দ্র দাশ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সম আতিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মঞ্জুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মধু, সরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজান আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক বিশ্বাস আব্দুল মজিদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়াদুদ সরদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রউচ উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ। উল্রেখ্য, গত ৩ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়। সংবাদটি ১৪১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু