পাটকেলঘাটায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দিন দিন বাড়ছে অবৈধ যানবাহনের সংখ্যা। পাটকেলঘাটা থেকে শাকদাহ পর্যন্ত এই রোডটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত ১০ জানুয়ারী বাস খাদে উল্টে ২ জন নিহত ও ১০ জন আহত হয়। দূর্ঘটনা হ্রাসে বুধবার( ১৩ জানুয়ারি) দুপুর ১২ টার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফিটনেসবিহীন গাড়ী, অবৈধ গাড়ি, হেলমেট বিহীন মোটরসাইকেলকে সড়ক পরিবহন আইনে মোট ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান। এ সময় পরিবহন চালক থেকে শুরু করে যাদের মুখে মাস্ক নাই তাদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সংবাদটি ৩৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু