পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নে আগাম নির্বাচনী বার্তা নিয়ে মাঠে গাজী হামিজউদ্দীন প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ | আপডেট: ৬:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ গাজী হামিজউদ্দীন সোস্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন পত্র-পত্রিকায় আগামী মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর প্রকাশিত হওয়ায় প্রার্থী সামর্থকরা নড়ে চড়ে বসতে শুরু করেছে। আগাম নির্বাচনী বার্তা নিয়ে তাই মাঠে নেমেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানিদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ইউনিয়ন কমিটির সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী গাজী হামিজউদ্দীন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারনা চালিয়ে যাওয়ার প্রাক্কালে দলের হাই কমান্ডের নির্দেশে শেষ মুহর্তে নির্বাচন থেকে সরে দাড়ান। সে নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যাপক বাবু সন্তোষ বিশ্বাস প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাছে পরাজিত হন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার মানসে গাজী হামিজউদ্দীন দলীয় বিভিন্ন সভা সমাবেশ সহ দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন করে চলেছেন। তিনি ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় সভা, হিন্দু ধর্মালম্বীদের নামযজ্ঞ কর্মসুচি, সমাজসেবামুলক কাজে অংশ গ্রহন করে চলেছেন। তিনি জানান, দল আমাকে মনোনয়ন দিলে ইন-শা-আল্লাহ নির্বাচনে জয়লাভ করব। তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম বাজার পাড়া মহল্লায় সাধারন কর্মি, সামর্থক ও ভোটারদের সাথে মতবিনিময় করে চলেছেন। আওয়ামীলীগের একাধিক নেতাকর্মি সমর্থকরা জানান, দল যদি আগামীতেও প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন দেয় তাহলে ধানদিয়া ইউনিয়নে পূর্বের ন্যায় একই পরিনতি হবে। এমআর/ডেক্স সংবাদটি ৭১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু