পাটকেলঘাটার খলিষখালীতে পানিতে ডুবে শিশু কন্যার মৃৃত্যু প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ প্রতিকী ছবি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালীতে পানিতে ডুবে ১৭ মাস বয়সী এক শিশুর করুণ মৃৃত্যু হয়েছে। নিহত শিশু খলিষখালী ইউনিয়নের কৈখালী গ্রামের রথিকান্ত সরকারের শিশু কন্যা অঙ্কিতা সরকার। স্থানীয়রা জানান, শুক্রবার(২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে টিউবওয়েলের পানি ভর্তি ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে শিশুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃৃত্যু ঘটে। তার এই অকাল মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সংবাদটি ৬৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু