পাটকেলঘাটার খলিষখালীতে ব্যাংক এশিয়ার ২১বর্ষপূর্তি উৎযাপন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ৪:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
পাটকেলঘাটার খলিষখালীতে ব্যাংক এশিয়ার ২১বর্ষপূর্তিতে কেক কাটছেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার খলিষখালীতে কেক কেটে ব্যাংক এশিয়ার একুশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে  খলিষখালী ইউনিয়ন পরিষদের ব্যাংক এশিয়ার শাখা কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার মার্কেটিং ব্যবস্থাপক আরিফ হোসেন মিল্টন,  খলিষখালী এশিয়া ব্যাংক  শাখার পরিচালক আব্দুল্লাহ আল আমিন রনি,  ইউপি সচিব শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দিলিপ সরকার,  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক  আবু সাইদ গোলাদার প্রমূথ।
 
এ সময় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ব্যাংকিং খাতে এশিয়া ব্যাংক ইতিমধ্যে গ্রহনযোগ্যতা পেয়েছে। দিন দিন সাধারন মানুষের ব্যাংকিং এর প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।  এখানে স্বল্প অর্থের বিনময়ে কম সময় অধিক মুনাফা পেয়ে থাকে।
 
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও পরবর্তীতে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স