পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫ | আপডেট: ৪:০৯:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫ সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাপায় পিষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অমিত সাধুর স্ত্রী রিতা সাধু ও তাদের ৩ বছরের শিশুপুত্র সৌরভ সাধু। তবে অমিত সাধু এবং তার কন্যা শিশুটি সুস্থ্য আছেন। অমিত সাধুর বরাত দিয়ে স্থানীয়রা জানান, স্ত্রী রিতা এবং ২ সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে বেড়াতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কুমিরার কদমতলা মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা খুলনাগামী একটি পরিবহন তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে তারা রাস্তার উপর পড়ে যান। এসময় পরিবহনের চাপায় স্ত্রী রিতা এবং পুত্র সৌরভ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অমিত সাধু এবং শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, পরিবহনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবহনটিকে আটকানো যায়নি। রাস্তা ফাঁকায় থাকায় ঘাতক পরিবহনটি দ্রুত পালিয়ে গেছে। তিনি আরও বলেন, কোন পরিবহনের এ ঘটনা ঘটিয়েছে সেটিও এখন নিশ্চিত করা বলা যাচ্ছে না। আমরা লাশ মর্গে পাঠানের প্রস্তুতি গ্রহণ করছি। এসজি/ডেক্স সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার