পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ | আপডেট: ১০:২৫:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জাতীয় নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে সরুলিয়া ইউনিয়ন আমীর হাফেজ শাহ্ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জাতীয় নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা জেলা তারবিয়াত সেক্রেটারী ডা: মাহমুদুল হক, কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা সাবেক আমীর জেলা ইউনিট সদস্য ডা: আফতাব উদ্দীন, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা আমীর মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা শূরা সদস্য মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল হালিম, নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মেহেদী হাসান, এডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা শহর সভাপতি মোঃ আব্দূল্লাহ প্রমূখ ।

পথসভায় প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, তালা-পাটকেলঘাটার এই জনপদে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আজ এখানকার নির্বাচিতরা স্থানীয় প্রশাসন ও উর্ধতন প্রশাসনের সহযোগিতা নিযে যদি তারা এ জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতো তাহলে হাজার হাজার লক্ষাধিক মানুষের এই দূর্ভোগ আজ পোহাতে হতো না। মানুষের সমস্যার সমাধান করতে গেলে ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ, আমানতদার মানুষ ও যোগ্যতা সম্পন্ন মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স