পাটকেলঘাটায় ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধের আত্মহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় কার্তিক চন্দ্র দাস(৬০) নামে এক বৃদ্ধ বিষ পানে আত্মহত্যা করেছেন। সে ছোট কাশীপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌকিদার এর ছেলে। বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত তিনটার দিকে নিজ বাসায় এঘটনাটি ঘটে।

পারিবরিক সুত্রে জানা যায়, কার্তিক চন্দ্র দাস দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে সে বিষপানে আত্মহত্যা করে।
পাটকেলঘাটার সরুলিয়া ইউপি চেয়ারম্যান(প্যানেল) মোঃ মাসুদ রানা জানান, খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, লাশ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইয়াছীন আলী সরদার/ডেক্স