পাইকগাছা সড়ক দুর্ঘটনায় নিহত ২০: আহত ৯৭ প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯ | আপডেট: ৭:৪৯:অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯ কপিলমুনিতে নিসচা’র সংবাদ সম্মেলনে সাঃ সম্পাদক আব্দুর রাজ্জাক পাইকগাছা উপজেলায় ১৮-‘১৯ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ২০: আহত ৯৭ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): আগামী ২২শে অক্টোবর জাতীয় সড়ক দিবস পালন উপলক্ষ্যে সামাজিক সেচ্ছা সেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণাঞ্চল (কপিলমুনি) শাখা কর্তৃক কপিলমুনি প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের তালিকা প্রকাশ করেছে। সোমবার দুপুরে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সংগঠনটি সড়ক দুর্ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম ও সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু। সম্মেলনের আয়োজক রাজু তার বক্তব্যে বলেন, দক্ষিণাঞ্চল (কপিলমুনি) শাখা ২০১৮ থেকে ২০১৯ সালের ১৪ ই অক্টোবর পর্যন্ত সংগঠনের খতিয়ান ও জাতীয় আঞ্চলিক পত্র পত্রিকায় পাওয়া তথ্যমতে পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের সংখ্যা ৯৭ জন ও নিহতের সংখ্যা ২০ জন। এর মধ্যে নিহতরা হচ্ছেন মালথ গ্রামের সিদ্দিক মোড়লের ছেলে রেহসান (৪) দেলুটি গ্রামের ইউপি সদস্য দিপক মন্ডল (৩৬) লক্ষী খোলার স্কুল ছাত্র মৃত মান্নানের ছেলে ফায়েক হোসেন (১৮) চরখড়িয়া গ্রামের মিজান গাজীর ছেলে আলআমিন (১৯) সুরোতয়ের ছেলে ফজলু গাজী,(২৯)সোহবান ফারাজীর ছেলে সোহেল ফারাজী (৫৪) মৌখালীর সোহাগ গাজীর মেয়ে সোহাগী (৫) রাম নগরের আবুল বিশ্বাসের ছেলে মাছুম (২৫) সরল গ্রামের মোস্তফার ছেলে খায়রুল (৩৫) হিতামপুর গ্রামের আঃ মোড়লের ছেলে আলিম (৬৫) গদাইপুর গ্রামের হামিদ মোড়লের ছেলে বাবু মোড়ল (২৬) নলিয়ানের ফকিরের ছেলে নজরুল (৪৬) ইকবাল (৩৭) রাড়–লী গ্রামের লোকমানের ছেলে সিহাব (৩৩) বিরাশীর সাঈদ মোল্লার ছেলে বাবু (১৪) সরলের সদেশ বাবুর ছেলে প্রকাশ দাশ (৩৩) প্রতাপকাটির মৃতঃ আলী মাষ্টারের ছেলে আনিছ (৪৫) মেয়ে রামিশা (৪) মুনকিয়ার অরুণ রায় (৪৫) বান্দি কাটি গ্রামের নুরু গাজীর ছেলে মকবুল গাজী (৪১) । সংবাদ সম্মেলনকালে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি ২৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ