পাইকগাছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমানের দাফন সম্পন্ন প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে জানাযা শেষে পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এরআগে কলেজ মাঠে তার মরদেহ এসে পৌছালে শেষ শ্রদ্ধা জানান, কলেজ পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। জানাযা’য় উপস্থিত ছিলেন মরহুমের জামাতা ও কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদ, জিএম আব্দুস সাত্তার, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, জিএ রশীদ, মুক্তিযোদ্ধা তোকাররম হোসেন সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী বৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার ও সন্তোষ কুমার সরদার। উল্লেখ্য, সহকারী অধ্যাপক আজিজুর রহমান মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি